দৌলতদিয়া যৌনপল্লীতে ঢাকার ব্যবসায়ীর মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে ঢাকার এক ব্যবসায়ীর (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে যৌনপল্লীর আনোয়ারা বাড়িওয়ালার ঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি ঢাকার সূত্রাপুরে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ব্যবসা করেন। তিনি প্রায়ই দৌলতদিয়া যৌনপল্লীতে আসতেন। গতকাল বৃহস্পতিবার রাতেও তিনি ঢাকা থেকে যৌনপল্লীতে আসেন। ভোর ৪টার দিকে যৌনপল্লীর আনোয়ারা বাড়িওয়ালার এক ভাড়াটিয়ার ঘরে প্রবেশ করেন তিনি। এর কিছুক্ষণ পর রক্তচাপ বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার শারীরিক অবস্থা খারাপ দেখে বাড়িওয়ালা আনোয়ারা ও পল্লীর লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিজ্ঞাপন
যৌনপল্লীর বাড়িওয়ালা আনোয়ারা বলেন, ওই ব্যক্তি মাসে ২ থেকে ৩ বার পল্লীতে আসা যাওয়া করতেন। মাঝে মধ্যেই তিনি এখানে এসে অসুস্থ হয়ে পড়তেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার ঢাকা পোস্টকে জানান, ওই ব্যক্তিকে ভোর ৫টা ৪০ মিনিটে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে আমরা পুলিশে খবর দিই।
বিজ্ঞাপন
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর ঢাকা পোস্টকে বলেন, ওই ব্যবসায়ীর আগে থেকেই হার্টের সমস্যা ছিল। তার বুকে রিং পরানো রয়েছে। রক্তচাপ বেড়ে তার মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, পকেটে থাকা মোবাইল ফোন ও ভোটার আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর তার মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারকে খবর দেওয়া হয়। পরে তার স্ত্রী-সন্তানরা থানায় আসেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মীর সামসুজ্জামান/আরএআর/জেএস