যাত্রীবাহী মাহিন্দ্রে ট্রাকের ধাক্কা, দুই নারী নিহত
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী মাহিন্দ্রে ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের উপজেলার কাশিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ষাটোর্ধ্ব রহিমা ও মাজেদা। মাজেদার বাড়ি গৌরীপুরের কাউরাট গ্রামে। রহিমার ঠিকানা শনাক্ত করতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই মাহিন্দ্রের যাত্রী ছিলেন।
বিজ্ঞাপন
ঘটনার পর প্রায় পৌনে এক ঘণ্টা ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, নেত্রকোনাগামী বালুবোঝাই একটি ট্রাক উপজেলার কাশিগঞ্জ সাধুপাড়া এলাকায় একটি মাহিন্দ্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। এতে আহত আরও তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উবায়দুল হক/আরএআর