ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- স্থানীয় মফিজ উদ্দিনের ছেলে মাদরাসাছাত্র নিরব মিয়া (১১) ও হায়দার আলীর ছেলে বিল্লাল হোসেন (১০)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

ফুলবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, সবার অগোচরে ওই দুই শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করে গিয়ে পানিতে ডুবে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।  

উবায়দুল হক/আরএআর