নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ অক্টোবর। এ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ৪ সেপ্টেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) পর্যন্ত সোনারগাঁ উপজেলা থেকে দলীয় সাতজন নেতা আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউসুফ-উর-রহমান জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন গত ২২ জুলাই মৃত্যুবরণ করায় উপজেলা চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর মনোয়নপত্র বাছাই, ১৯ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ৭ অক্টোবর ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য সোমবার পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল ওমর বাবু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, তার ছোট ভাই জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোশারফ হোসেনের ছোট ভাই মনির হোসেন।

শেখ-ফরিদ/আরএআর