দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার হচ্ছে (ছবিটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে তোলা)
কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা যায়-
সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সেপেক্টর আক্তার হোসেন এবং শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মা নদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক ইন্সেপেক্টর আক্তার হোসেন জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টা থেকে থেকে ফেরি চলাচল বন্ধ রাখা ছিল। সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।
এদিকে, শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় আছে প্রায় ২শ যাত্রীবাহী ছোট ও পণ্যবাহী গাড়ি। ফেরি পারাপার স্বাভাবিক হওয়ায় যাত্রী ও যানবাহনের চাপ কমে আসছে। বর্তমানে শিমুলিয়া ও বাংলাবাজার নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে।
এছাড়া, পদ্মায় ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে নৌরুট পারাপারে অপেক্ষামাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। নদীতে ঘন কুয়াশার কারণে সোমবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশায় ফেরির দিকনির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নৌরুটে সকল ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাটে আট শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে নৌরুট পারাপারে অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করা হয়েছে বলে জানান তিনি।
এসপি