পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম বটতলা এলাকায় ৪১টি ঘর নির্মাণ করা হয়েছে

মানুষের কাছে হাত না পাতলে যারা দুমুঠো খাবার জোগাতে পারেন না, যাদের মাথা গোঁজার ঠাঁই ফুটপাত কিংবা ঝুপড়ি ঘর, তাদের কাছে নিজের আধা পাকা ঘর যেন স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মুজিব শতবর্ষ উপলক্ষে সাভারের ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া হচ্ছে আধাপাকা ঘর। আগামী ২৩ জানুয়ারি মুজিব বর্ষের উপহার হিসেবে সাভারের ৪১টি গৃহহীন পরিবারের মধ্যে দুই কক্ষ বিশিষ্ট এসব ঘর হস্তান্তরের কথা রয়েছে। ইতোমধ্যে এসব ঘর নির্মাণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, ৪১টি পরিবারের জন্য পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম বটতলা এলাকায় ৬৬ শতাংশ জমির ওপর এসব ঘর নির্মাণের কাজ চলছে। দু-এক দিনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে। প্রত্যেকটি ঘরে রয়েছে দুটি শয়ন কক্ষ। এছাড়াও রয়েছে একটি রান্না ঘর ও একটি টয়লেট। 

নির্মাণ শ্রমিক আলমগীর বলেন, আমাদের জানা মতে খুবই দ্রুত ঘরগুলো হস্তান্তর করা হবে। তাই রাত-দিন দুই শিফটে অধিক নির্মাণ শ্রমিক এক সঙ্গে কাজ করছি। দু-এক দিন কাজ করলে সব ঘর হস্তান্তরের উপযোগী হবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই এসব ঘর হস্তান্তর করা সম্ভব হবে।

স্থানীয় মোসলেউদ্দিন বলেন, এখন পর্যন্ত শুধু শুনে গেছি গরিবদের জন্য ফ্রি ঘর দেন প্রধানমন্ত্রী, কিন্তু দেখিনি। আজ নিজ চোখে দেখে খুবই ভালো লাগছে। এখন বিশ্বাস হয়েছে প্রধানমন্ত্রী আসলেই গরিবের প্রধানমন্ত্রী। আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিক।

সাভার উপজেলা উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, মোট পাঁচ ক্যাটাগরিতে ধাপে ধাপে দেড়শ পরিবারকে এই ঘর প্রদান করা হবে। প্রথম ধাপেই আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৪১টি পরিবারের মধ্যে এসব ঘর বিতরণ করা হবে। এসব ঘর ভিক্ষুক, প্রতিবন্ধী, দিনমজুর এমন পাঁচটি ক্যাটাগরিতে প্রদান করা হবে। পরবর্তীতে আশুলিয়া ইউনিয়ন ও আমিনবাজার ইউনিয়নে ঘর তৈরি করা হবে। এসব ঘর মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাবেন গৃহহীনরা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা জানান, ঘরের চারপাশে দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর  নির্মাণ করা হবে। ওভারহেড ট্যাংকির মাধ্যমে পানি সরবরাহ করা হবে। এছাড়াও বিদ্যুৎ, সেপটিক ট্যাংক ও ড্রেনেজ ব্যবস্থার জন্য বিশেষ বরাদ্দ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এসব ঘর আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

আরএআর