অটোরিকশাকে চাপা দিয়ে খালে বাস, নিহত ১
দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস
মানিকগঞ্জের সিংগাইরে অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার চালক শাহ আলম (৩২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৭ জন। মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে সিংগাইর-হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম সিংগাইর উপজেলার আঙ্গাড়া গ্রামের দুলু বেপারীর ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার মনির হোসেন বলেন, হেমায়েতপুর-সিংগাইর সড়কের কিটিংচর এলাকায় ঢাকাগামী শুকতারা পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। আহত হন আরও ১৭ জন। পরে আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
এসপি