দুর্ঘটনাকবলিত নসিমন

পাবনার সুজানগরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়া নসিমনের নিচে চাপা পড়ে দবির হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার তাঁতিবন্দ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দবির হোসেন ওই এলাকার বাসিন্দা। 

মনির নামে তাঁতিবন্দ এলাকার এক স্কুলশিক্ষক জানান, সকালে ট্রেনটি পাবনার ঢালারচর থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে তাঁতিবন্দ এলাকায় রেললাইনের ওপর দিয়ে ইটবোঝাই একটি নসিমন পাড় হচ্ছিল। এ সময় ট্রেনটি নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি ছিটকে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চায়ের দোকানের ওপর পড়ে। এতে নসিমন চাপায় দবির হোসেনের মৃত্যু হয়। এ সময় স্থানীয় বাসিন্দা আলম হোসেন ( ৫০),  আসিফ ইকবাল ( ২২), আমিনুল ইসলাম (৪৫) ও চালক শাহজাহান আলী (৭০) আহত হন। 

দেলোয়ার হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আহতদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে আলম হোসেন এবং আসিফ ইকবালের অবস্থা গুরুতর।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরএআর