বোনের বসতঘরে ঝুলছিল ছাত্রীর লাশ
ফরিদপুরের বোয়ালমারীতে মরিয়ম ওরফে ছোয়া (১১) নামের এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকের কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত ওই ছাত্রীর বোনের বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
জানা গেছে, মরিয়ম বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের এনায়েত চৌধুরীর মেয়ে। এনায়েত চৌধুরীর চার মেয়ে ও এক ছেলের মধ্যে দ্বিতীয় সন্তান মরিয়ম।
মরিয়মের ভগ্নিপতি আরিফ শেখ সৌদিপ্রবাসী। প্রায় দেড় মাস আগে মরিয়ম বড় বোনের বাড়ি বেড়াদী গ্রামে আসে। সে ওই গ্রামের একটি কওমি মাদরাসায় ভর্তি হয়ে পড়াশোনা করছিল। এজন্য বড় বোনের বাড়িতেই থাকতো মরিয়ম।
বিজ্ঞাপন
সাতৈর ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান জানান, এ অপমৃত্যুর খবর শোনার পর বোয়ালমারী থানার পুলিশকে জানানো হয়।পুলিশ পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার উপপরিদশর্ক (এসআই) উত্তম কুমার সেন বলেন, মরিয়মের বোনের বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। গলার বামপাশে আঁচড়ের দাগ পাওয়া গেছে।
এ ঘটনায় মরিয়মের বাবা রূপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের এনায়েত চৌধুরীর বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
এমএসআর