‘টাকা নেই ভাববেন না এখান থেকে একটি রুটি-কলা খান ফ্রি’, ‘সারাদিন কিছু খাননি! এখান থেকে একটি রুটি কলা আপনার জন্য, ফ্রি খান’ এমনই স্লোগান সম্বলিত হেঙ্গারে স্থান পেয়েছে পাউরুটি ও কলা। কিশোরগঞ্জ শহরের তিনটি পয়েন্টের তিনটি দোকানে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে পাউরুটি ও কলা বিতরণের ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে ‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া, হয়বতনগর  ও নতুন জেলখানা মোড় এলাকার তিনটি দোকানে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য পাউরুটি ও কলা রাখা হয়েছে। প্রতিটি দোকান থেকে প্রতিদিন সুবিধাবঞ্চিত ১০ জন মানুষ বিনামূল্যে পাউরুটি ও কলা খাওয়ার সুবিধা পাবেন। 

জানা গেছে, সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ‘একটি রুটি একটি কলা, ক্ষুধামুক্ত সারাবেলা’ স্লোগান নিয়ে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স  ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছে। কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া, হয়বতনগর  ও নতুন জেলখানা মোড় এলাকার তিনটি দোকানে বিনামূল্যে পাউরুটি ও কলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাতে দরিদ্র ও অসহায় মানুষের কিছুটা হলেও ক্ষুধা মেটানো যায়। সামনে শহরের বেশ কিছু দোকানে এমন ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে। 

করোনাভাইরাসের প্রথমদিকে ১৫ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে বিভিন্ন সময়ে হাসপাতাল, মসজিদসহ গুরুত্বপূর্ণ জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করে সংগঠনটি। গত রমজানে মাসব্যাপী কিশোরগঞ্জ জেলা শহরে সুবিধাবঞ্চিতদের জন্য দুই টাকায় ইফতার সেবা, অসহায় শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ, হাওরের অলওয়েদার সড়কে দুর্ঘটনা প্রবণ এলাকায় সতর্কতামুলক ব্যানার স্থাপন, হাওরের দরিদ্র শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, তরুণদের সঙ্গে মাদকবিরোধী মতবিনিময় সভা, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স।

কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা মোজাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগেও গত রমজানে আমাদের পক্ষ থেকে দুই টাকার ইফতার, হাওরে সড়ক দুর্ঘটনা কমাতে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সতর্কতামূলক ব্যানার স্থাপন করা হয়েছে। এবার আমরা সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে রুটি-কলা খাওয়ার ব্যবস্থা করেছি। আমরা মনে করি সমাজের বিত্তবানরা ও সামাজিক সংগঠনগুলো এমন উদ্যোগ গ্রহণ করলে এক দিন ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠবে।

এসকে রাসেল/আরএআর