জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে খণ্ডিত ইতিহাস প্রচার হচ্ছে। মুক্তিযুদ্ধের বিষয়ে মুক্তিযোদ্ধারা সাক্ষী আছেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরের যে ঘটনা ঘটেছে তারও অনেক সাক্ষী রয়েছেন। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষক, সমর্থনকারী সব কিছু সম্পর্কে জাতিকে প্রকৃত একটা সামগ্রিক ধারণা দিতে হলে জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করা দরকার। সেই তদন্ত কমিশন ও শ্বেতপত্র জাতিকে সকল বিভ্রান্তি থেকে মুক্তি দেবে এবং খণ্ডিত  ইতিহাস চর্চার যে সংকট সেই সংকট থেকেও আমাদের বাঁচাবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর যখন সামরিক শাসকরা দেশ দখল করে নিল, তখন সামরিক শাসকরা বাংলাদেশকে সাম্প্রদায়িকতার পথে, জঙ্গিবাদের পথে, দ্বিজাতিতত্ত্বের পথে এবং পাকিস্তানের পথে ঠেলে দিল। তখন আওয়ামী লীগ ও জাসদ সব কিছু বিবেচনা করে ঐক্যবদ্ধ হয়ে আজকের এ স্থানে পৌঁছেছে।

মতবিনিময়কালে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সহ-সভাপতি নকিব সিরাজ হক, সাংবাদিক আহসানুল করিম, মাসুদুল হক, ইসরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে হাসানুল হক ইনু জাসদ ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এ সময় জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মাসুদুর রহমান, জাসদের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র রায়, জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তানজীম আহমেদ/আরএআর