নাশতার টাকা নিয়ে বের হয়ে পাঁচ দিনেও ফেরেনি ছাত্র ফয়সাল
নাশতার জন্য মাদরাসা পরিচালকের কাছ থেকে টাকা নিয়ে বের হয়ে পাঁচ দিনেও ঘরে ফেরেনি ফয়সাল (১৫) নামে হাফেজি শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া থানাধীন পুরানপাড়া এলাকার মারকাজুল ইসলাম এছহাকিয়া হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মাদরাসার পরিচালক ফোরকান উদ্দিন।
বিজ্ঞাপন
তিনি শুক্রবার বিকেলে জানান, ফয়সাল রোববার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাকা নিয়ে নাশতা খেতে বাইরে যায়। এর পরে মাদরাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ৮টার দিকে ছাত্রের বাবা ওমর ফারুককে জানানো হয়।
এরপর ফয়সালের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার কাউনিয়া থানায় ওই ছাত্রের বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে তিনি জানান।
বিজ্ঞাপন
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর