সিংগাইরে ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস
মানিকগঞ্জে সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় একটি ম্যাচ ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের টিম।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি বলেন, সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে একটি ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরে এর কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এমএসআর