ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠান

‘একসময় ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ অস্ত্রের ঝনঝনানি ছিল, মোকতাদির চৌধুরী সেই ঝনঝনানি, সন্ত্রাস ও টেন্ডারবাজি বন্ধ করেছেন। মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারে, নিরাপদে চলাফেরা করতে পারেন'। বুধবার (২০ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসকল কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে সুহিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহসিন খন্দকার দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মোকতাদির চৌধুরী সাংসদ নির্বাচিত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করেছেন। আগে মানুষজন নিরাপদে চলাফেরা করতে পারতেন না, এখন মানুষ বুক উঁচু করে রাস্তায় চলতে পারেন। মোকতাদির চৌধুরীর হাত ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।’

পরে আলোচনা সভা শেষে মোকতাদির চৌধুরীর দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এসপি