প্রতীকী ছবি

সিলেটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম সেলিম মিয়া (২১)। সে সিলেট সদর উপজেলার ধোপাগুল গ্রামের মতছির আলী বতাইয়ের ছেলে।

বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ধোপাগুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই শিশুকে ধোপাগুল এলাকার হারিছ মিয়ার টিলার ওপর নিয়ে যায় সেলিম। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকার করলে সেলিম পালিয়ে যায়। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ধোপাগুল গ্রাম থেকে সেলিমকে গ্রেফতার করে।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির ঢাকা পোস্টকে বলেন, ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেলিমকে আসামি করে মামলা করেছেন। নির্যাতনের শিকার ওই শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়।

এমএসআর