ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতি ও দুইজনকে হত্যার ঘটনায় শিমুল মিয়া (২২) নামে এক যুবককে আটকের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

পরে তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আগামী ২৭ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুবা আক্তার এ নির্দেশ দেন। কারাগারে পাঠানো শিমুল মিয়া নগরীর কৃষ্টপুর এলাকার সিরাজ আলীর ছেলে। 

এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ওই ঘটনায় নিহত সাগরের মা হনুফা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে শনিবার সন্দেহভাজন হিসেবে নগরীর কেওয়াটখালি এলাকা থেকে শিমুলকে আটক করে রেলওয়ে পুলিশ। এরপর ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ছুরিকাঘাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মিতালী বাজার এলাকার ওয়াহিদের ছেলে নাহিদ মিয়া ও জামালপুর শহরের বাগেড়হাটা বটতলা এলাকার হাফিজুর রহমানের ছেলে সাগর নিহত হয়।

উবায়দুল হক/এমএএস