‘সোনার বাংলায় কেউ ঘর ছাড়া থাকবে না’
প্রধান অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাংলায় কেউ ঘর ছাড়া থাকবে না। অনাহারে থাকবে না। তিনি অসহায়দের জন্য ঘরে করে দিয়েছেন। ভেদরগঞ্জে ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটরিয়ামে প্রশাসন ঘর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞাপন
তিনি বলেন, শরীয়তপুরকে উন্নত করতে জেলা প্রশাসক তিন বছরের একটি রূপরেখা হাতে নিয়েছে। শরীয়তপুর-চাঁদপুর রুটে টানেল হচ্ছে, চট্টগ্রামে চলে যাবে ট্রেন। মহাসড়ক চার লেনে হচ্ছে। সামনে আরও অনেক কিছু নিয়ে কাজ হবে। দেশের মানুষ কখনই পিছিয়ে পড়বে না। আমরা এখন কোনোভাবেই পিছিয়ে নেই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পারভেজ মাহমুদ, জেলা পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ূন কবির মোল্লা প্রমুখ।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মধ্যেমে ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার পর পরই প্রত্যেক সুবিধাভোগীকে জমির দলিল, ঘর ও সনদ বুঝিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, শরীয়তপুরে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় ৬ উপজেলায় ৬৯৯ ঘর নির্মাণ করা হয়েছে। সদর উপজেলায় ৫০টি, নড়িয়া উপজেলায় ১২১, জাজিরা উপজেলায় ৫৪, ডামুড্যা উপজেলায় ৬৬, ভেদরগঞ্জ উপজেলায় ৩৬০ ও গোসাইরহাট উপজেলায় ৪৮টি ঘর অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
এমএসআর