ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকে আছে ৬টি ফেরি। শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কয়েকদিন ধরেই বন্ধ থাকছে ফেরি চলাচল। এ কারণে নৌপথ পারাপারে রোগী ও যানবাহনের চালকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। একদিকে মাঘের কনকনে শীত আর ঘন কুয়াশা, অপরদিকে পাটুরিয়া ঘাট এলাকায় নদীপথ পারাপারে অপেক্ষায় থাকতে হচ্ছে ৮ থেকে ১২ ঘণ্টা।
বিজ্ঞাপন
এতে পরিবার, স্বজনদের নিয়ে বাস যাত্রীদের ভোগান্তির পাল্লা বাড়ছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় মানসম্মত খাবার হোটেল, ঘাটের অনুন্নত পরিবেশ, পয়ঃনিষ্কাশনের জন্য ভালো মানের শোচাগার না থাকায় নারী, বৃদ্ধ ও শিশুরা বিপাকে পড়ছেন বেশি।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা থেকে নদী তীরবর্তী এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশায় ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে ছোট বড় মিলে ৬টি ফেরি আটকা পরে। এ কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় সাড়ে ৩শ সাধারণ পণ্যবাহী ট্রাক, অর্ধশত পরিবহন বাস নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। ফলে ফেরিঘাট এলাকায় যাত্রী ও বাস-ট্রাক চালকসহ শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এসপি