পীরগঞ্জের ঘটনা তদন্তে মানবাধিকার কমিশনের কমিটি
ফাইল ফটো
রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট-অতি. দা.) এ. ডব্লিউ. এম রায়হান শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন, কমিশনের উপ-পরিচালক এম রবিউল ইসলাম ও পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম।
রায়হান শাহ আরও জানান, মঙ্গলবার (১৯ অক্টোবর) আমাদেরকে কমিটি গঠনের নির্দেশনা চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। এরপর রংপুর জেলা প্রশাসনের পক্ষে খায়রুল ইসলামকে আমরা ওই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছি। তবে কমিটি এখনও কাজ শুরু করেনি।
বিজ্ঞাপন
এদিকে গত ১৮ অক্টোবর জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বসতভিটায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়। এ অবস্থায় কমিশনার তিন সদস্য বিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করছে। এ তদন্ত কমিটিকে সরেজমিনে ঘটনার প্রকৃতচিত্র উদঘাটন, মানবাধিকার লঙ্ঘন বিষয়ক তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কোনো অবহেলা ছিল কীনা, সেসব বিষয়ে তথ্যানুসন্ধান করবে।
প্রসঙ্গত, গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এ ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা গরু-ছাগল, অলঙ্কার, নগদ টাকাও নিয়ে গেছেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। এতে গত তিন দিনে ৫৩ জন গ্রেফতার হয়েছেন।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস