পাবনায় পারিবারিক বিরোধের জেরে বিশাল রায় (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে শহরের অনন্ত বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী কামনা (২০) পলাতক রয়েছেন।

নিহত বিশাল দক্ষিণ রাঘবপুর গ্রামের ভরিকের ছেলে। তিনি শহরের বড় বাজারে সুইপারের কাজ করতেন।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে কিছুদিন ধরে নিহত বিশাল ও তার সাবেক স্ত্রীর বড় ভাই মেসিস বিশালের মাঝে বিরোধ চলে আসছিল। শনিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে চায়ের দোকানে সিগারেট আনতে যাচ্ছিলেন বিশাল। দোকানে পৌঁছার আগ মুহূর্তে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বিশালের মৃত্যু হয়।

নিহতের বড় ভাই সনি জানান, আমার ভাইয়ের সাথে একই এলাকার রাজুর মেয়ে কামনার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। পরে নিহত বিশালের স্ত্রীর সাথে অন্য ছেলের প্রেমের সম্পর্ক হলে কয়েক মাস আগে তাদের তালাক হয়। পরে দেখা দেয় পারিবারিক বিরোধ। দুসপ্তাহ আগে বাড়িতে শালিশও হয়। সেখানে উভয়পক্ষকে মিমাংশা করে দেওয়া হয়। ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। টাকা দূর্গাপুজার পরে দেওয়ার কথা। তারপর কোনো ঝগড়া লাগেনি। 

তিনি আরও বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে দোকানে যাওয়ার পথে তার স্ত্রীর বড় ভাই মেসিস বিশাল, এলাকার দুলাল, প্রশান্ত, শান্ত, চন্দ্রনাথ সবাই মিলে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, পারিবারিক বিরোধে সাবেক স্ত্রীর বড় ভাই মেসিস বিশাল তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাকিব হাসনাত/আরআই