খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের শিশুরাই ভবিষ্যতে জাতির নেতৃত্বে আসীন হবে। সে কারণে তাদেরকে সব বিষয়ে নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তুলতে হবে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে নগরীর রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদফতরের ফাইলোরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মহানগরীর ১৪২টি প্রাথমিক বিদ্যালয় ও ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান থাকবে। ৬৮ হাজার ৬০২ জন শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। একজন শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সিটি মেয়র এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় ১৯৯৬ সাল থেকে শিশু শিক্ষা ও শিশু স্বাস্থ্য নিশ্চিতকল্পে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরে কেসিসি মেয়র বলেন, শিশুদের মৌলিক সকল চাহিদা পূরণে বর্তমান সরকার সব সময় কার্যকর ভূমিকা রেখে আসছে। কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে প্রান্তিক জনপদের জন্যও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, গৃহীত এসব কার্যক্রম শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির যথাযথ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কেসিসির কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসির শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. মনিরুজ্জামান, সংরক্ষিত নারী কাউন্সিলর রেকসনা কালাম লিলি, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. মাহবুব ইলাহী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সিরাজুদ্দোহা ও স্বাস্থ্য অধিদফতর খুলনার সহকারী স্বাস্থ্য পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী। স্বাগত বক্তব্য দেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ। 

মোহাম্মদ মিলন/আরএআর