ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে ১৫ লাখ টাকা দিল বিদ্যানন্দ
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে ১৫ লাখ টাকা তুলে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এর মধ্যে সর্বোচ্চ পাঁচ লাখ করে দেওয়া হয় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবারকে। বাকি পাঁচটি পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হয়।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে চৌমুহনীর রাধামাদব জিউর মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ক্ষতির পরিমাণ যাচাই করে এ অর্থসহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা হস্তান্তর করেন নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মো. খোরশেদ আলম খান।
বিজ্ঞাপন
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আপনি একা নন, পুরো বাংলাদেশ আছে আপনার পাশে, এ বার্তাটিই আমরা পৌঁছে দিতে চেয়েছি। যার যতটুকু ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন সদস্যের দেওয়া তথ্য বিবেচনা করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
নোয়াখালীর জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান ঢাকা পোস্টকে বলেন, সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন যে বড় সহায়তা নিয়ে এগিয়ে এসেছে, তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। গ্রহীতা পরিবারগুলোর সঙ্গে কথা হয়েছে। এই টাকা কীভাবে খরচ করবে তার দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি, একটাকা আহারের ম্যানেজার আবু হাসনাত দীপু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি বিনয় কিশোর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন লাল দাস, সহ-সভাপতি তপন চন্দ্র মজুমদার, স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা।
হাসিব আল আমিন/আরআই