ইঁদুর মারা ওষুধে কাজ হয় না, কর্মকর্তাদের যাচাইয়ের অনুরোধ
'জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে’- এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে ইঁদুর নিধন অভিযান বিষয়ক আলোচনা সভা ও নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধরের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় আরিফুর রহমান রকেট কৃষি বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করে বলেন, ইঁদুর নিধনের ওষুধগুলো যাচাই করে দেখবেন, এগুলো সঠিক কিনা। এর মধ্যে ভেজাল আছে কিনা। এসব আপনাদের যাচাই করতে হবে। অনেকের মুখে শুনেছি ইঁদুর মারা ওষুধে কাজ হয় না। যেহেতু কাজ হয় না সেহেতু বাজার থেকে মানুষ কিনে প্রতারিত হচ্ছে কিনা এসব আপনাদের যাচাই করতে হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন, গত ১১ অক্টোবর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ ইঁদুর নিধন অভিযান চলবে। অভিযানে কৃষক, কৃষাণী, ছাত্র-ছাত্রী, বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থাসহ সর্বস্তরের জনগনকে ইঁদুর দমনে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সহ-সভাপতি জাহিদুল আলম বেনু প্রমুখ।
চম্পক কুমার/আরআই