দিনদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন জাতীয়তাবাদী জেলা স্বেচ্ছাসেবক দল।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক শামসুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি এএইচ এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র প্রমুখ। এ সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চম্পক কুমার/আরআই