রংপুরের ১৮ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৯০
রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) এ দুই উপজেলায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ দিন বিকেল ৫টা পর্যন্ত পীরগাছার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ প্রার্থীর মধ্যে পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে পীরগঞ্জের ১০ ইউনিয়নের ৪৭ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি।
বুধবার দুই উপজেলার ৯০ জন চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রচার-প্রচারণা শেষে ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন রাতে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পীরগাছা উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪৩ জন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আটজন। এছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তিনজন, জাতীয় পার্টির চারজন, ইসলামি আন্দোলনের ছয়জন, বাংলাদেশ কংগ্রেসের তিনজন এবং স্বতন্ত্র হিসেবে ১৯ জন রয়েছেন।
পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ১০ জন, জাতীয় পার্টির তিনজন, ইসলামি আন্দোলন বাংলাদেশের ৯ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুজন, জাকের পার্টির চারজন এবং স্বতন্ত্র হিসেবে ২১ জন প্রার্থী হয়েছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে পীরগাছা উপজেলার আট ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩৩৬ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া পীরগঞ্জের দশ ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৪২২ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৩৬ জন লড়বেন। দুই উপজেলায় ৯০ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১ হাজার ১০৬ জন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। তবে এ দুই উপজেলায় বিএনপি সমর্থিত কোনো চেয়ারম্যান প্রার্থী নেই।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগে গত ১৭ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সেদিন পীরগাছা ও পীরগঞ্জে ১ হাজার ১৭৬ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছিল। মনোনয়নপত্র বাছাই শেষ হয় ২০ অক্টোবর। আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ফরহাদুজ্জামান ফারুক/এসপি