আহত আ.লীগ নেতা আবুল হোসেন 

নোয়াখালীতে আবুল হোসেন জমিদার নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত আবুল হোসেন জমিদার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১ টায় ধর্মপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ১০/১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে আবুল হোসেনকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ইউনিয়ন আ.লীগের সভাপতিকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসপি