মরদেহ ঘিরে স্থানীয় লোকজনের ভিড়

কুষ্টিয়ার কুমারখালীতে ফসলের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে বিরোধে সবুর আলী (৪৪) নামে এক কৃষক খুন হয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া এলাকার ঈদগাহ ময়দানের পাশের সরিষা ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত সবুর আলী কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তার দুই ছেলে সন্তান রয়েছে। 

স্থানীয়রা বলছেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের ছোট ছেলে পিয়াস বলেন, ফসলের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আমার আব্বাকে হত্যা করেছে বিরোধী পক্ষের লোকজন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করতে হবে। আমি তাদের ফাঁসি চাই। 

বাগুলাট ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এমন হত্যাকাণ্ড হতে পারে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। 

এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতরা যেই হোক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পুলিশ কাজ করছে। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।

এসপি