দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
মোটরসাইকেলে যন্ত্রাশং নিয়ে বাড়ি ফেরার পথে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) বেলা আড়াইটায় হাকিমপুর-বোয়ালদাড় সড়কের বটতলী এলাকায় এঘটনা ঘটে।
দুর্ঘটনায় মারাযাওয়া দুই যুবকের পরিচয় এখন জানা যায়নি। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, বেলা আড়াইটার দিকে হিলি শহর থেকে মোটরসাইকেলের কিছু যন্ত্রাশং নিয়ে মোটরসাইকেলে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে উপজেলা হাকিমপুর-বোয়ালদাড় সড়কের বটতলী মোড়ের পাশে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি ফৌরদৌস ওয়াহিদ এ বিষয়ে ঢাকা পোস্টকে বলেন, নিহত ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন যান চলাচলা স্বাভাবিক রয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা রংপুর বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হিলি বাজার থেকে মোটরসাইকেলের যন্ত্রাশং নিয়ে বাড়ি ফিরছিলেন। পরিচয় পেলে আইনিপ্রক্রিয়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
এনএ