খুলনা মহানগরীতে অস্ত্র মামলায় নীল রতন হালদার নামের এক আসা‌মিকে পৃথক দু‌টি ধারায় ১৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জ‌রিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

রোববার (৩১ অক্টোবর) খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরণী থে‌কে জানা গে‌ছে, ২০১১ সালের ২৭‌ ডিসেম্বর রূপসা ব্রীজ এলাকা থেকে একটি শার্টারগান ও ৪ রাউন্ড গু‌লিসহ নীল রতন হালদারকে গ্রেফতার করেছিল পু‌লিশ। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার খলসেখালী এলাকার সুকুমার হালদারের ছেলে।

এ ঘটনায় এএসআই কাম‌রুজ্জামান বা‌দী হয়ে সদর থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই তাপস পাল ২০১২ সা‌লের ৩০ জানুয়া‌রি আদালতে চার্জশিট দা‌খিল ক‌রেন।

মামলায় রাষ্ট্রপ‌ক্ষে ছিলেন সরকারি সহকারী কৌঁসুলি (এ‌পি‌পি) কাজী সা‌ব্বির আহ‌মেদ ও শেখ শামিম আহ‌মেদ পলাশ।

মোহাম্মদ মিলন/এনএ