বসুরহাটে সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাইপাস সড়কে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহাজাদপুর গ্রামের বড় মিস্ত্রি বাড়ির মরিয়াল সূত্রধরের ছেলে নয়ন সূত্রধর (৪৫) ও একই বাড়ির কান্তি কুমার সূত্রধরের মেয়ে চন্দনা রানী সূত্রধর (২১)। তবে পরিদর্শক আহতদের পরিচয় জানাতে পারেননি।
বিজ্ঞাপন
আহতরা হলেন নিহত চন্দনা রানী সূত্রধরের শিশুকন্যা অপর্ণা সূত্রধর (১৮ মাস), তার ভাই বিধান সূত্রধর (১৯), একই বাড়ির পরিমল সূত্রধরের ছেলে শিমুল সূত্রধর (১৭) ও অজ্ঞাতপরিচয়ের সিএনজিচালক (৩৫)।
আহতরা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পুলিশ পরিদর্শক আরও বলেন, বসুরহাট পৌরসভা এলাকার বাইপাস সড়ক দিয়ে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কবিরহাট উপজেলার দিকে যাত্রা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ সময় আরও তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাভার্ড ভ্যান ও চালক মো. মাসুম ভূঁইয়াকে (২৯) আটক করা হয়েছে। মাসুম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. ইউসুফের ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিদর্শক।
হাসিব আল আমিন/এনএ