আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী ও তার লোকজনের বিরুদ্ধে। এ সময় তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে এবং শনিবার (৩০ অক্টোবর) রাতে জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছে। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, রোববার দুপুরে সদর উপজেলার বালী এলাকায় আমার সমর্থক রুবেলকে মারধর করে এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে নৌকার প্রার্থীর ভাই হাবিবুর রহমান ও সোহাগ মিয়া। এর আগে শনিবার রাতেও নৌকা প্রতীকের প্রার্থী মজিবুর রহমানের কর্মী-সমর্থকরা আমার নিবাচর্নী কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় আমার কর্মী ও সমর্থক রুপক মিয়া, জুয়েল, নাজমুল, এন্টাস মিয়া ও ওয়াজেদ আলী আহত হয়। পরে তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এসব অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী মজিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। স্বতন্ত্র প্রার্থী প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

জিয়াউর রহমান/আরআই