শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে তৃতীয় শ্রেণির (৯) ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাধব প্রামাণিক (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। রোববার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (৩১ অক্টোবর) সকালে শিশুটির বাবা অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
বিজ্ঞাপন
অভিযুক্ত মাধব প্রামাণিক উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের ভূঁইয়া পাড়ার মৃত মকন্দ লাল প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন নরসুন্দর ও তিন সন্তানের জনক।
শিশুটির মা বলেন, মাধব প্রামাণিককে সকালে বেশ কয়েকবার আমাদের বাড়িতে উঁকিঝুঁকি মারতে দেখেছি। যেহেতু আমাদের প্রতিবেশি এবং বাচ্চারা তাকে দাদু বলে ডাকে সে কারণে আমি কিছু মনে করিনি। পরে বড় মেয়েকে নিয়ে স্কুলে গেলে সে সুযোগে মাধব আমার ছোট মেয়ের সাথে খারাপ কিছু করে পালিয়ে যায়। বাড়ি ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখি ও তার কাছ থেকে বিষয়টি শুনে কুমারখালী থানায় নিয়ে যায়। পরে মেয়ের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি।
বিজ্ঞাপন
এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সকাল ১১টার দিকে মাধব প্রামাণিক নামক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
রাজু আহমেদ/আরআেই