চসিক নির্বাচনে মাঠে বিজিবি /ছবি- ঢাকা পোস্ট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নিরাপত্তায় মহানগরীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামানো হয়েছে। বিজিবি ছাড়াও পুলিশ, র‌্যাব, আনসার, এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সাত হাজার সদস্য নির্বাচনী মাঠে অবস্থান নিয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) আমেনা বেগম ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনী নিরাপত্তায় চট্টগ্রামে সাত হাজার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য কিাজ করছেন। সোমবার (২৫ জাুনয়ারি) বিকেল থেকে তারা মাঠে কাজ শুরু করেছেন।

চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখা গেছে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত রয়েছে। নগরের কাজির দেউড়ি, জিইসি মোড়, বহদ্দারহাট মোড়ে বিজিবি টহল দিতে দেখা গেছে।

আগামী ২৭ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

ওএফ