রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মামলার ১৫ বছর পর শিশুকে যৌন নিপীড়নের দায়ে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এর বিচারক মো. যাবিদ হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক হাসনাইন বলেন, শিশুকে যৌন নিপীড়নের দায়ে মনোয়ার হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৬ আগস্ট মিঠাপুকুর উপজেলার রাঙ্গাপুকুর এলাকার মুকুল মিয়ার ছেলে মনোয়ার হোসেন একই এলাকার নয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনায় শিশুটির বাবা ধর্ষণের মামলা করেন। সাক্ষ্য প্রমাণে যৌন নিপীড়নের বিষয়টি প্রমাণিত হওয়ায় মনোয়ারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক হাসনাইন বলেন, সাক্ষ্য প্রমাণে ধর্ষণের বিষয়টি প্রমাণিত না হওয়ায় যৌন নিপীড়নের দায়ে সাজা দেওয়া হয়েছে। দেরিতে হলেও আসামির শাস্তির রায়ে সন্তোষ প্রকাশ করছি। 

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন একরামুল হক। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে না পাওয়ায় তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এএম