বগুড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য জমি ও গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন দুদক বগুড়া কার্যালয়ের কর্মকর্তারা। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা দীঘির পাড়ে নির্মাণাধীন ৬০টি ঘর পরিদর্শন করেন।

২০২০ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে ঘর নির্মাণ দুর্নীতির খবর পেয়ে চিত্র ধারণ করতে এসে সময় টিভির স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও ক্যামেরাপারসন রবিউল ইসলাম রবির ওপর হামলা করেন স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। পরে ওই ঘটনায় দুটি মামলা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা দীঘির পাড়ে সরকারি ১ নম্বর খাস খতিয়ানের জায়গা ৬০টি ঘর নির্মাণ করা হচ্ছে। যেখানে ওই ইউনিয়নের গৃহহীন ৬০ পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর নির্মাণে সরকারের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। কিন্তু সেখানে ঘর নির্মাণে নিম্নমানের ইট, বালু, সিমেন্ট ব্যবহারে অপ্রতুলতা, ঘরের ভীত কাঠামোতে নিয়ম না মানাসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে।

সোমবার দুপুরে বগুড়া দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল ওই দশটিকা দীঘির পাড়ে নির্মাণাধীন গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শনে যায়। এ সময় তিনি জানান, এখানে তারা যে যে অভিযোগ পেয়েছেন, তা খতিয়ে দেখতে এসছেন। অভিযোগগুলোর ভিত্তিতে সঠিকতা যাচাইয়ের বিষয়ে তিনি বলেন, কাজগুলো নিয়ম অনুযায়ী হচ্ছে। ঘরের ভীতও ঠিক আছে। তবে সার্বিক বিষয় তাদের প্রতিবেদনে জানাবেন বলে জানান তিনি।

দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিদল পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির হামজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে ঘর নির্মাণ দুর্নীতির খবর পেয়ে চিত্র ধারণ করতে এসে সময় টিভির স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও ক্যামেরাপারসন রবিউল ইসলাম রবির ওপর হামলা করেন স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। পরে ওই ঘটনায় দুটি মামলা হয়েছে।

এনএ