রাজবাড়ীতে বালুবোঝাই বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় গুপি সাহা (৫২) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (০২ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুপি সাহা গঙ্গাপ্রসাদপুর গ্রামের অমূল্য সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী আরেফিন চৌধুরী জানান, গুপি সাহা একজন ইজিবাইক চালক। তিনি প্রতিদিন রাজবাড়ী জৌকুড়া সড়কে গাড়ি চালান।প্রতিদিনের মতো আজও জৌকুড়া এলাকায় যাত্রী নামিয়ে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। বাগমারা খন্দকার পাড়া মসজিদের সামনে পৌঁছালে বালুবাহী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, বাগমারা এলকায় একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক অটোকে চাপা দেয়। এতে অটোচালক গুপি সাহার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মীর সামসুজ্জামান/এসপি