ছোট ভাইকে ট্রেনে তুলে দিয়ে বড় ভাই বললেন, যেখানে খুশি চলে যা
ভবানীপুর গ্রামের মৃত বাদশা মন্ডলের ছোট ছেলে রফিকুল
বাবা-মায়ের মৃত্যুর পর ১০ বছরের ছোট ভাইকে লালন-পালন না করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বড় ভাই। ট্রেনে তুলে দিয়ে ছোট ভাইকে বড় ভাই বললেন, ‘তোকে আর রাখতে পারব না, তোর মন যেখানে চায় সেখানে চলে যা’।
নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ঘটনা এটি। বাড়ি থেকে বের করে দেওয়া ছোট ভাইয়ের নাম রফিকুল। ভবানীপুর গ্রামের মৃত বাদশা মন্ডলের ছোট ছেলে সে।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা যায়, একসময় মা-বাবার সঙ্গে হাসি-খুশিতে কাটত তার জীবন। বাবা-মাকে হারানোর পর ঠাঁই মেলেনি ভাইয়ের সংসারে। ফলে বাড়ি ছাড়তে হয় তাকে।
সোমবার তার সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তখন রফিকুল জানায়, ভাই আর ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ভাই-ভাবির সংসারে ফিরতে চাই না। কারণ আমাকে অনেক নির্যাতন করেছেন তারা।
বিজ্ঞাপন
রফিকুল জানায়, আমার বয়স ১০ বছর। দ্বিতীয় শ্রেণিতে পড়তাম। বাবা-মা এক বছর আগে মারা গেছেন। তাদের মৃত্যুর পর বড় ভাই শফিকুলের কাছে থাকতাম। ভাই রাজমিস্ত্রির কাজ করেন। নওগাঁর রায়নগরের একটি ভাড়া বাসায় থাকেন। আমাকে আর রাখতে পারবে না বলে ২৩ জানুয়ারি দুপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে তুলে দেন বড় ভাই।
ওই দিন রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ীর বহরপুর রেল স্টেশনে নেমে যাই। এখানে ঘুরতে থাকি। ওই সময় এক ব্যক্তি আমাকে বাসায় নিয়ে যান।
স্থানীয় সূত্র জানায়, রফিকুলকে স্টেশনে ঘুরতে দেখে স্থানীয় সোনার বাংলা সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এসএম হেলাল খন্দকার বাড়িতে নিয়ে যান।
হেলাল খন্দকার বলেন, স্টেশনের পাশেই আমার বাড়ি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আমি। শনিবার রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ার পর স্টেশনে ঘুরতে থাকে রফিকুল। এ সময় কথা বলে তাকে বাড়িতে নিয়ে যাই। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে শিশুটিকে পরদিন তার কার্যালয়ে নিয়ে যাই।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা বলেন, শিশুটির অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আমরা রানীনগর উপজেলা ইউএনওর সঙ্গে যোগাযোগ করেছি। বিস্তারিত খোঁজ নিয়ে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে। যদি তারা নিতে অপারগতা প্রকাশ করে তাহলে তাকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি চাইল্ড সেফহোমে পাঠিয়ে দেওয়া হবে।
এএম