সাতক্ষীরায় পিকনিক স্পট মোজাফফর গার্ডেনে অভিযান চালিয়ে কুমির, অজগর সাপ, বানরসহ ২১ প্রকারের ৫১টি বন্যপ্রাণী আটক করেছে বন বিভাগ। বনজ প্রাণী পোষা-সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় বন্যপ্রাণীগুলো জব্দ করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্যাহ আস সাদিক জানান, খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের সহায়তায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর থেকে সাতক্ষীরা শহরের অদূরে মোজাফফর গার্ডেনে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে দুটি কুমির ও দুটি পাইথনসহ বিভিন্ন প্রাণী জব্দ করা হয়।

তিনি বলেন, এছাড়া জব্দ করা তিনটি বাজপাখি, একটি উল্লুক, ছয়টি বানর, দুইটি সঁজারু, ১০টি অতিথি পাখি, অজগর সাপ দুইটি, হনুমান অস্ট্রেলিয়া দুইটি, গুইসাপ চারটি, মদন টাক একটি ও ঈগল দুইটিসহ বিভিন্ন বন্যপ্রাণী রয়েছে। বনজ প্রাণী পোষা-সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় প্রাণীগুলো জব্দ করা হয়।

অভিযানকালে বনবিভাগ ও পশুসম্পদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তা, মোজাফফর গার্ডেনের মালিক খায়রুল মোজাফফর মন্টুসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এমএসআর