সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আসাদুজ্জামান অসলে

নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে লড়ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান অসলে। তবে নির্বাচনের জামানত হারিয়েছেন তিনি। গতকাল বিরোধী শিবিরের কাছে মারপিটের শিকার হয়ে বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, নির্বাচন চলাকালে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নেতাকর্মী নিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার কর্মী-সমর্থকের ওপর হামলা চালায় চেয়ারম্যান আসাদুজ্জামান অসলেসহ তার কর্মী-সমর্থকরা।

পাল্টা আক্রমণে চেয়ারম্যান আসাদুজ্জামান অসলেসহ পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করেন স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা। এই ঘটনার পরই বিভিন্ন কেন্দ্র থেকে নৌকার কর্মী-সমর্থকরা ছিটকে পড়েন। ফলে এই ইউনিয়নে শোচনীয় পরাজয় ঘটে নৌকা প্রার্থীর।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকার মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগের কম পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। বৈকালী ইউনিয়নে তিন প্রার্থী মিলে কাস্টিং হয়েছে ১২ হাজার ১০৮ ভোট।

আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা (মোটরসাইকেল) ১০ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী আসাদুজ্জামান অসলে ভোট পেয়েছেন এক হাজার ১২৫ ভোট। বিধি অনুসারে তাকে পেতে হবে ১ হাজার ৫১৩ ভোট। তিনি কম পেয়েছেন ৩৮৮ ভোট। অপর প্রার্থী জামায়াত সমর্থিত জালাল উদ্দীন (আনারস) পেয়েছেন ৬৯১ ভোট।

আকরামুল ইসলাম/এমএসআর