চাঁপাইনবাবগঞ্জের যুবলীগ নেতা তুহিন হত্যায় গ্রেপ্তার ৭
যুবলীগ নেতা তুহিন হত্যা মামলার সাত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের যুবলীগ নেতা তুহিন হত্যা মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। সদর মডেল থানায় নিহত তুহিনের পরিবারের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (২৫ জানুয়ারি) রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। সিআইডির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যরা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী এলাকার মৃত হাজী আ. রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৪৮), মৃত ওয়ারেশ আলী মন্ডলের দুই ছেলে আজগর আলী ওরফে মেকচার (৫২) ও আরাম আলী (৫০), মৃত নবীরুল ইসলাম মো. সালাউদ্দিন (৩৫), আবুল কালামের ছেলে মো. নয়ন আলী (২৬), বাটাগ্রামের মৃত সাইফুদ্দিন মন্ডলের ছেলে রবিউল ইসলাম খুদি (৫৯) ও মৃত গিয়াস উদ্দিন মোল্লার ছেলে মো. তাজেমুল ওরফে জেদনা (৫৫)।
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক তুহিনকে হত্যা করা হয়। গত বছরের ৮ সেপ্টেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সিঅ্যান্ডবি ঘাট এলাকায় মহানন্দা নদী থেকে যুবলীগ নেতা তুহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
এএম