অবশেষে লিওয়ের সন্ধান পাওয়া গেছে!
জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের হারানো বিড়াল লিওর সন্ধান পাওয়া গেছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে জুলিয়া বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
এ সময় তিনি জানান, গ্রামবাসি লিওকে উদ্বার করেছে। বর্তমানে তিনি ঢাকা বাস স্টেশনে রয়েছেন। সকালে সুনামগঞ্জ পৌঁচ্ছে তাহিরপুরে যাবেন। তবে কোন স্টেশনে আছে, পুলিশে অভিযোগ করেছেন কিনা সে বিষয়ে কিছু বলেননি জুলিয়া ওয়াসিমান।
বিজ্ঞাপন
তাহিরপুর হেল্পলাইনের পরিচালক ফয়সাল হাওরি ঢাকা পোস্টকে জানিয়েছেন, আগেও অনেকবার লিওর মতো বিড়াল গ্রামবাসী উদ্ধার করেছিল। তবে এদের মধ্যে কোনোটিই লিও ছিল না। আগেও উদ্ধারের খবর পেয়ে জুলিয়া ওয়াসিমান ৬ বার ঢাকা থেকে তাহিরপুরে এসেছেন। তবে এবার উদ্ধার হওয়া বিড়ালটি 'লিও' সেটা ছবি দেখে জুলিয়া নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মাস খানেক আগে তাহিরপুরে এসেছিলেন জার্মান মেহমান জুলিয়া ওয়াসিমান। হাওর ভালোবেসে ঘুরতে এসেছিলেন টাঙ্গুয়ার হাওরে। সাথে ছিল প্রিয় লিও। ফেরার সময় তাহিরপুর মেশিনবাড়ি ঘাটে হারিয়ে যায় প্রিয় বিড়াল লিও।
বিজ্ঞাপন
সাইদুর রহমান আসাদ/আরআই