প্রতারণা মামলায় কাজী জাফরের ভাইয়ের ৩ বছরের কারাদণ্ড
কাজী মনজুর আহমেদ
প্রতারণা মামলায় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাই কাজী মনজুর আহমেদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে খুলনার মুখ্য মহানগর হাকিম ইয়ারব হোসেন এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার বাসিন্দা সামিউল আলম লাসকির কাছ থেকে বিবাদী কাজী মনসুর আহমেদ মার্কেট বিক্রির নামে এক কোটি ২০ হাজার টাকা গ্রহণ করেন। পরে মার্কেট এবং টাকা কিছুই না দিয়ে প্রতারণার আশ্রয় নিলে সামিউল আলম লাসকি আদালতে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে খুলনার খুলনার মুখ্য মহানগর হাকিম এ রায় দেন।
বিজ্ঞাপন
আসামিপক্ষে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস এবং বাদীপক্ষে অ্যাডভোকেট রাজু আহমেদ ও অ্যাডভোকেট আরজিনা সুলতানা মামলাটি পরিচালনা করেন।
মোহাম্মদ মিলন/আরএআর
বিজ্ঞাপন