হিসাবরক্ষণ অফিসের ভুলে পরিবার পরিকল্পনা অফিসের ৪৬ কর্মী বিপাকে
ভোলায় হিসাবরক্ষণ অফিসের ভুলের মাশুল দিচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী। বেতন উত্তোলন করতে না পেরে বিপাকে পড়েছেন তারা। তবে তারা দু-এক দিনের মধ্যেই বেতন পেয়ে যাবেন বলে জানিয়েছেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রশন কান্তি পাল।
ভোলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মচারীরা জানান, ভোলা হিসাবরক্ষণ অফিসের কর্মচারীদের ভুলের কারণে ভোলা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ৪০ জন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ৬ জনসহ মোট ৪৬ জনের সেপ্টেম্বর মাসের বেতন অক্টোবর মাসের ২ তারিখে আসে। পরদিন ৩ অক্টোবার পুনরায় তাদের নামে বেতন আসে। একই মাসে দুইবার বেতন চলে আসার বিষয়টি ভোলা হিসাবরক্ষণ অফিসে জানালে তারা বলেন কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়েছে।
বিজ্ঞাপন
হিসাবরক্ষণ অফিসের সুপারিনটেন্ডেন্ট বজলুর রহমানের নির্দেশে যাদের নামে অগ্রিম বেতন চলে এসেছে তাদেরকে চালানের মাধ্যমে অগ্রিম আসা টাকা ফেরত দিতে বলা হয়। ওই নির্দেশ মোতাবেক সবাই চালানের মাধ্যমে ওই মাসের অগ্রিম টাকা জমা দিয়ে দেন। তবে বিগত দেড় মাসেও বিষয়টি সংশোধন করা হয়নি। এতে নভেম্বর মাসের ১৬ তারিখেও অক্টোবর মাসের বেতন পাননি তারা।
বেতন না পাওয়া একাধিক কর্মচারী অভিযোগ করেন, হিসাবরক্ষণ অফিস তাদের ভুল স্বীকার না করে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটারে ভুল হয়েছে বলে দাবি করেছে। পাশাপাশি হিসাবরক্ষণ অফিস ভুল সংশোধনের জন্য কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না।
বিজ্ঞাপন
এদিকে বেতন না পাওয়া কর্মচারীদের প্রতি সমবেদনা জানিয়ে ভোলা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রশন কান্তি পাল জানান, বিষয়টি সংশোধনের জন্য চিঠি দেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে কাজ চলছে। অচিরেই বেতন হয়ে যাবে। দু-এক দিনের মধ্যেই তারা বেতন পেয়ে যাবেন।
ইমতিয়াজুর রহমান/আরএআর