পিবিআইয়ের জালে দুই বন্ধু
পাবনায় বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাবনা। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আসামিদের পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে তথ্যপ্রযুক্তি ও কৌশলে পিবিআইয় গত সোমবার (১৫ নভেম্বর) আসামিদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বাঘুটিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বাঘুটিয়া গ্রামের নায়েব আলী শেখের ছেলে জুয়েল শেখ (২২) ও একই এলাকার কৃষ্ণ বালার ছেলে উজ্জল বালা (২১)। দুজনই বাল্যবন্ধু বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাবনার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ আলী জানান, পাবনার আতাইকুলা থানায় স্বর্ণালী খাতুন নামের এক নারী বিকাশ চক্রের প্রতারকদের বিরুদ্ধে ২০১৯ সালের ২৪ জুলাই একটি মামলা করেন। মামলায় বলা হয়, প্রতারকরা বিকাশ অফিস থেকে ফোন করা হয়েছে উল্লেখ করে বিকাশের পাসওয়ার্ড ঠিক করার কথা বলে বিভিন্নভাবে স্বর্ণালীর কাছ থেকে ১ লাখ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেন।
বিজ্ঞাপন
মামলার তদন্তে থানা পুলিশ কোনো কূলকিনারা করতে না পারায় আদালত থেকে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরে পিবিআই প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, প্রতারক চক্রটি সারা দেশের বিভিন্ন স্থানে ফোন করে সাধারণ মানুষের সরলতার সুযোগে প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।
রাকিব হাসনাত/এনএ