ময়মনসিংহে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ছাত্রলীগের নামে কোনো টেন্ডারবাজি, জমি দখল, সন্ত্রাস-নৈরাজ্য আমরা শুনতে চাই না। আমরা চাই ছাত্রলীগ হবে এমন একটি সুসংগঠিত সংগঠন যা সব নৈরাজ্যের বিরুদ্ধে একটি শক্তিশালী সংগঠন হিসেবে কাজ করবে। 

তিনি বলেন, তোমাদের দায়িত্ব থাকবে বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার ভিশনকে বাস্তবায়ন করা। বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালোবাসতেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে যেভাবে ভালোবাসেন ছাত্রলীগকেও দেশের মানুষকে ভালবাসতে হবে। দেশের মানুষের প্রতি মমত্ববোধ ও ভালবাসা দেখিয়ে প্রতিটি নেতাকর্মীকে রাজনীতি করতে হবে। 

শুক্রবার (২৬ নভেম্বর) নগরীর টাউনহল প্রাঙ্গণে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নওশেল আহমেদ অনির গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। 

এ সময় মেয়র টিটু আরও বলেন, ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আমরা গর্ববোধ করি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দূরদর্শী সম্পন্ন নেতা ছিলেন। ১৯৪৭ সালের পর তিনি অনুধাবন করেছিলেন এই বাঙালিকে মুক্ত করতে হলে আমাদের তরুণ-যুব সমাজের একটি সংগঠন প্রয়োজন। যার জন্য তিনি শ্রম-ঘাম ও হৃদয়ের উত্তাপ দিয়ে ছাত্রলীগকে গঠন করেছিলেন। যে ছাত্রলীগ আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ প্রত্যেকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। 

জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মসিকের প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সহ-সভাপতি তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব আজাদ, মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তাফসির আলম রাহাত প্রমুখ।

উবায়দুল হক/এসপি