সব নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করবে ছাত্রলীগ
ময়মনসিংহে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ছাত্রলীগের নামে কোনো টেন্ডারবাজি, জমি দখল, সন্ত্রাস-নৈরাজ্য আমরা শুনতে চাই না। আমরা চাই ছাত্রলীগ হবে এমন একটি সুসংগঠিত সংগঠন যা সব নৈরাজ্যের বিরুদ্ধে একটি শক্তিশালী সংগঠন হিসেবে কাজ করবে।
তিনি বলেন, তোমাদের দায়িত্ব থাকবে বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার ভিশনকে বাস্তবায়ন করা। বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালোবাসতেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে যেভাবে ভালোবাসেন ছাত্রলীগকেও দেশের মানুষকে ভালবাসতে হবে। দেশের মানুষের প্রতি মমত্ববোধ ও ভালবাসা দেখিয়ে প্রতিটি নেতাকর্মীকে রাজনীতি করতে হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ নভেম্বর) নগরীর টাউনহল প্রাঙ্গণে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নওশেল আহমেদ অনির গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
এ সময় মেয়র টিটু আরও বলেন, ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আমরা গর্ববোধ করি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দূরদর্শী সম্পন্ন নেতা ছিলেন। ১৯৪৭ সালের পর তিনি অনুধাবন করেছিলেন এই বাঙালিকে মুক্ত করতে হলে আমাদের তরুণ-যুব সমাজের একটি সংগঠন প্রয়োজন। যার জন্য তিনি শ্রম-ঘাম ও হৃদয়ের উত্তাপ দিয়ে ছাত্রলীগকে গঠন করেছিলেন। যে ছাত্রলীগ আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ প্রত্যেকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
বিজ্ঞাপন
জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মসিকের প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সহ-সভাপতি তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব আজাদ, মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তাফসির আলম রাহাত প্রমুখ।
উবায়দুল হক/এসপি