বীর মুক্তিযোদ্ধা আনিসুল হককে দেওয়া হয় গার্ড অব অনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উপহার হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ১৪ হাজার ‘বীরনিবাস’ নির্মাণ করার ঘোষণা দেওয়া হয়েছে। দেশের জেলা-উপজেলা পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য তৈরি করে দেওয়া হবে এসব একতলা বাড়ি।

এই ‘বীরনিবাস’র তালিকাভুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক। বীরনিবাস নির্মাণের আগেই এই বীর বিদায় নিলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত মল্লিক বিশ্বাসের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। গত সোমবার (২৫ জানুয়ারি) তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় নেওয়ার আগেই এই বীর বিদায় নেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

বিকেল সাড়ে ৩টার দিকে গয়েশপুর হাইস্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার শেষ হয়। রাত ৯টার দিকে গ্রামের কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। 

সীমান্ত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সময় আনিসুল হকের অন্যতম ভূমিকা ছিল। তিনি সীমান্ত ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন। তিনি কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। সোমবার তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার আগেই বৃহস্পতিবার মারা যান তিনি।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম মুনিম লিংকন বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে যশোরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
 
তিনি আরও বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীরনিবাস’ এর তালিকাভুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান। এর আগেই তাকে শেষশ্রদ্ধা জানাতে হলো। ‘বীরনিবাস’ নির্মাণের আগেই বিদায় নিলেন বীর।

আফজালুল হক/এমএসআর