গাজীপুরে পুলিশ সোর্স হত্যায় গ্রেপ্তার ২

গাজীপুরের টঙ্গীতে পুলিশের সোর্স জাকির হোসেন (৬০) হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১-এর সদস্যরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে টঙ্গী পূর্ব থানার শিলমুন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন টঙ্গী শিলমুন প্রাইমারি স্কুলের সামনের আজমত খানের বাড়ির ভাড়াটিয়া কিশোরগঞ্জ সদর থানার শুকুর আলীর ছেলে বিল্লাল হোসেন (২৭) ও টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিম পাড়ার রুবেল হোসেনের স্ত্রী ঝর্ণা আক্তার (২১)। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো. মোর্শেদুল হাসান বলেন, ২৬ জানুয়ারি মরকুন পশ্চিম পাড়ায় পূর্বশত্রুতার জেরে পুলিশের সোর্স জাকির হোসেনকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়।

এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করা হয়। পরে ঘটনা তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। বৃহস্পতিবার র‌্যাব-১-এর একটি দল শিলমুন এলাকায় অভিযান চালায়।

এ সময় হত্যাকাণ্ডে জড়িত মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি বিল্লাল এবং পরিকল্পনাকারী মামলার তিন নম্বর আসামী ঝর্ণা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাকু ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

কোম্পানি কমান্ডার মোর্শেদুল হাসান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। এর আগেও মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জোড়া খুনের অপরাধে বিল্লাল জেলে গেছেন। ঝর্ণা টঙ্গীতে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। সোর্স জাকিরের কারণে তাদের মাদক ব্যবসায় বিঘ্ন ঘটে। এজন্য হত্যার সিদ্ধান্ত নেন তারা। 

এএম