যাচাইবাছাই ছাড়া ওলামাদের গ্রেফতার না করার আহ্বান
যাচাইবাছাই ছাড়া অযথা অন্যায়ভাবে কোনো আলেম-ওলামাদের গ্রেফতার ও হয়রানি না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে শান্তি বজায় রাখতে হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ‘সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি ময়মনসিংহ বিভাগীয় শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হারুনুর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাওলানা মো. আবু হানিফ, আলহাজ্ব মাওলানা মো. মোস্তফা চৌধুরী, হাফেজ মাওলানা মোহাম্মদ মোকাররম হোসাইন, আলহাজ্ব মাওলানা মো. আবু হানিফ প্রমুখ। আলোচনা সভা শেষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিজ্ঞাপন
উবায়দুল হক/এইচকে