গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাডমিন্টন খেলার জন্য বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কালাম আজাদ (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিব বাজার এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল কালাম আজাদ একই এলাকার আব্দুস ছাত্তার মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী সাজু জানান, রোববার দিনগত রাত আটটার দিকে ব্যাডমিন্টন খেলার জন্য আবুল কালাম আজাদ ও তার বন্ধুরা জাল লাগানোসহ বৈদ্যুতিক লাইনের কাজ করছিল। এ সময় লাইট জ্বালানোর জন্য বৈদ্যুতিক পোলের মেইন লাইন থেকে সংযোগ নেওয়ার সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় আবুল কালাম আজাদ। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। অকালে তরতাজা এক শিক্ষার্থীর মৃত্যু হলো। তার পরিবারের পক্ষে মেনে নেওয়া কষ্টকর।
এ ঘটনায় আমরা সবাই শোকাহত।

রিপন আকন্দ/আইএসএইচ