নাচ-গানে মঞ্চ মাতালেন কিশোরগঞ্জ পৌর মেয়র
নেচে গেয়ে মঞ্চ মাতালেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। রোববার (০৫ ডিসেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে নাচ এবং গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন তিনি।
অনুষ্ঠানে মেয়র মাহমুদ পারভেজ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন। এ সময় তার সঙ্গে তার সাবেক সহকর্মী ও শিক্ষকরাও নাচ-গান উপভোগ করেন।
বিজ্ঞাপন
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে কিশোরগঞ্জ পৌরসভায় টানা দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হওয়ায় তাকে ‘শিক্ষক পরিবার’ কিশোরগঞ্জের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে করিমগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ সরকার, হোসেনপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মুসলেম উদ্দীন খান, হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান মজনু। এছাড়াও জেলার প্রথমিক বিদ্যালয় থেকে শুরু করে মহাবিদ্যালয় পর্যায়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
এসকে রাসেল/এসপি